ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার আরো ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৫  
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার আরো ১

গ্রেপ্তার জেলহজ আলী।

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ঘটনায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার আসামির নাম জেলহজ আলী (৩০)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার ডিম শহর মহল্লার মিঠু প্রামানিকের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান।

এর আগে ব্যবসায়ী পিন্টু আকন্দের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মাইক্রোবাস চালক সানোয়ার হোসেন (৪০) ও উপজেলার করমজি গ্রামের সাকিব (২৪)। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) রায়হান কবির দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল হক।

উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) দুপচাঁচিয়া সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটের লোটো শো-রুম ম্যানেজার পিন্টুকে অস্ত্রের মুখে অপহরণ করে একদল দুর্বৃত্ত। তাকে হত্যার পর আদমদীঘি উপজেলার কোমরভোগ গ্রামে পুকুরের পাশে লাশ ফেলে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সাবিনাজ খাতুন দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/এনাম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়