তারেক রহমানের আগমনে ইনকিলাব মঞ্চ সরল আজিজ সুপার মার্কেটে
শাহবাগ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে কিছু সময়ের জন্য শাহবাগ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি শনিবার সকালেও চলছিল। তবে সকাল সাড়ে ৮টার দিকে তারা শাহবাগ ছেড়ে দেয়।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ ছেড়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে শহবাগে আবার অবস্থান কর্মসূচি পালন করা হবে।”
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে হাদির কবর জিয়ারত করতে সকাল ১০টার কিছু আগে গুলশানের বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান। তার উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। রয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, হাদির কবর জিয়ারত শেষে আগারগাঁও নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন তারেক রহমান।
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধ কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, “সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত এই স্থান ছাড়ব না।”
ঢাকা/রায়হান/ইভা