ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমির হামজার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৫
আমির হামজার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা

আমির হামজা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার টাকার কিছু বেশি। তার পেশা কৃষি ও ব্যবসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে নির্বাচন অফিসে দাখিলকৃত হলফনামায় সম্পদের বিবরণীতে তিনি এ তথ্য উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, আমির হামজার শিক্ষাগত যোগ্যতা এম.টি.আই.এস (মাস্টার্স অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ)।

আরো পড়ুন:

কৃষি থেকে তার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা ও পেশা থেকে আয় ৮ লাখ ৬১ হাজার ৪শ টাকা। মনোনয়নপত্র দাখিলের সময় হাতে নগদ ছিল ২ লাখ ৪৫ হাজার টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ১২ লাখ ৪০ হাজার টাকা।

তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের আনুমানিক বর্তমান মূল্য ৬ লাখ টাকার বেশি।

শূন্য দশমিক ৩৩ একর জমিতে নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং বাড়ির মূল্য ২০ লাখ টাকা। কৃষিজমি রয়েছে শূন্য দশমিক ৭৮ একর। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকার বেশি।

স্ত্রী ও তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে প্রায় ৬ লাখ ৫৪ হাজার টাকা এবং নগদ ১ লাখ টাকা। স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ (বর্তমান মূল্য ২২ লাখ টাকার বেশি) ও ১২ কাঠা কৃষিজমি রয়েছে।

আমির হামজার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনে দায়ের করা দুটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়