ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ৩ পর্যটক অপহরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৪, ৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ৩ পর্যটক অপহরণ

সুন্দরবনের ভেতরে থাকা একটি রিসোর্ট

সুন্দরবনে বেড়াতে গিয়ে দস্যু বাহিনীর হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহরণ হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার সুন্দরবন সংলগ্ন কেনুর খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী রিসোর্ট এলাকায় কোনো ট্যুর নৌযান কিংবা পর্যটক যাতায়াত করেনি। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

খুলনার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, দুই পর্যটক ও রিসোর্ট মালিক অপহৃত হয়েছেন। তাদের উদ্ধারে থানা, নৌ-পুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, অপহৃত দুই পর্যটক হলেন- মো. সোহেল ও জনি। তারা ঢাকার বাসিন্দা। অন্যজন হলেন- গোল কানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়।

স্থানীয় প্রশাসন, বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে বেড়াতে যান। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট গোল কানন-এ বুকিং নিয়ে রাত যাপনের জন্য ওঠেন। বিকেলে গোল কানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ পর্যটকরা নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে নারীসহ পাঁচ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। 

রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে, রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। জিম্মি থাকা পর্যটকদের কাছে দস্যুরা মোটা অঙের মুক্তিপণ দাবি করেছে বলে জানা যায়। তবে, মুক্তিপণ হিসেবে কত টাকা দাবি করেছে তারা, তা নিশ্চিত করে জানা যায়নি। 

ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন বনবিভাগের ঢাংমারী স্টোশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। তবে কোন দস্যু বাহিনী পর্যটকদের অপহরণ করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঢাকা থেকে সুন্দরবনে রিসোর্টে ঘুরতে এসে দুই পর্যটক ও রিসোর্ট মালিক অপহৃত হয়েছেন। তাদের উদ্ধারে থানা ও নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়