ঢাকা     মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩৫, ৫ জানুয়ারি ২০২৬
বগুড়ায় পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

বগুড়ার শিবগঞ্জে পাটকলের এক নারী শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণী শনিবার (৩ জানুয়ারি) রাতে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

রবিবার (৪ জানুয়ারি) শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন:

মামলা সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন ওই নারী। কর্মস্থলের যাতায়াতের সুবিধার জন্য তিনি একই গ্রামের বাসিন্দা বিপুল (৩০) নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে বাসার মালিক বিপুল ও তার দুই সহযোগী জোর করে ওই নারীর ঘরে প্রবেশ করে। এরপর গামছা দিয়ে মুখ বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের হুমকিতে ভয় পেয়ে ভুক্তভোগী গ্রামের বাড়িতে চলে যান। 

বাড়িতে গিয়ে নারী পরিবারকে বিষয়টি জানান। পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি শনিবার রাতে শিবগঞ্জ থানায় গিয়ে মামলা করেন।

শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়