ঢাকা     মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩১, ৫ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেপ্তার

মো. তাজুল ইসলাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার তাইন্দং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাইন্দং এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। সোমবার (৫ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, মাটিরাঙ্গা থানায় দায়ের হওয়া ছয়টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরো পাঁচটি মামলার আসামি তাজুল ইসলাম। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়