ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৪ জানুয়ারি ২০২৬  
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

ছাব্বির মোল্লা।

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ছাব্বির মোল্লা (৩০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাব্বির মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আক্কাস মোল্লার ছেলে।

আরো পড়ুন:

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারের হাল ধরতে কয়েক বছর আগে ইতালিতে যান ছাব্বির। গত ২৮ ডিসেম্বর বিকেলে দেশটির মিলানো শহরে সড়ক পারাপারের সময় একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই মো. জিয়াউর রহমান বলেন, “একটি দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছাব্বির খুব পরিশ্রমী ছিল। তার পরিবার কীভাবে এই শোক সইবে জানি না।”

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।”

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়