ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিএনপি ক্ষমতায় এলে গোপালগঞ্জের কারো চাকরি যাবে না’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৭ জানুয়ারি ২০২৬  
‘বিএনপি ক্ষমতায় এলে গোপালগঞ্জের কারো চাকরি যাবে না’

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর বলেছেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে গোপালগঞ্জের কারো চাকরি যাবে না। বর্তমানে যারা ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন, তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে।’’

‘‘ইতিমধ্যে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব।’’- যোগ করেন তিনি।

আরো পড়ুন:

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এসেনসিয়াল ড্রাগসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ ও উদ্বেগের কথা শুনে ডা. কে এম বাবর বলেন, ‘‘গোপালগঞ্জ কোনো বিশেষ জেলা হিসেবে অবহেলিত থাকবে না, বরং অন্যান্য জেলার মতো সকল সুযোগ-সুবিধা যেন এ জেলার মানুষ পায় তা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করা হবে।”

এর আগে, সভায় এসেনসিয়াল ড্রাগসে কর্মরত গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, গোপালগঞ্জের সন্তান হওয়ায় বর্তমানে কর্মক্ষেত্রে তারা চরম বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। তারা তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ডা. বাবরের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়