ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিহিংসা নয়, উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি: দুলু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৩০ জানুয়ারি ২০২৬  
প্রতিহিংসা নয়, উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি: দুলু

প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করেন, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করার সময় এ কথা বলেন তিনি।

দুলু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

আরো পড়ুন:

বিগত তিনবার সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকাকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। ইশতেহার বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং অগ্রগতি তুলে ধরে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন দুলু।

ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন, আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

দুলু জানান, নাটোর চিনিকলের আধুনিকায়ন ও একটি ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষাখাতে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট চালু ও একটি ট্রমা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

এছাড়া, দায়িত্ব পেলে কৃষি খাতে আধুনিক হিমাগার নির্মাণ, জেলার অন্যতম অর্থকরী ফসল পান-এর নিরাপদ উৎপাদন ও রফতানি, এগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন, নাটোর-নলডাঙ্গা সড়ক চারলেনে উন্নীতকরণ, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ এবং নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেন তিনি।

ইশতেহারে রাণীভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন ও ‘মিনি কক্সবাজার’ খ্যাত পাটুল এলাকার সংস্কার, ইকো রিসোর্ট স্থাপনের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়। পাশাপাশি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন দুলু।

ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা/আরিফুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়