ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরব আমিরাতের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৩০ জানুয়ারি ২০২৬  
আরব আমিরাতের বিশ্বকাপ দল ঘোষণা

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরে দলটির নেতৃত্বে থাকছেন তারকা ব্যাটার মুহাম্মদ ওয়াসিম। এটি হবে ইউএইর ইতিহাসে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ।

ওমানে অনুষ্ঠিত আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক (ইএপি) কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বে জাপানকে হারিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে ইউএই। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় এশিয়ার এই দলটি।

আরো পড়ুন:

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ লালচাঁদ রাজপুত। তার কোচিং স্টাফে যুক্ত হয়েছেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার ইয়াসির আরাফাত। যিনি থাকবেন ফাস্ট বোলিং কোচের ভূমিকায়। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার স্ট্যানলি চিওজা। অভিজ্ঞ ও বৈচিত্র্যময় এই কোচিং প্যানেল দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ইউএই ২০১৪ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল। দুইবারই গ্রুপ পর্বেই তাদের অভিযান শেষ হলেও এবারের দল নিয়ে বেশ আশাবাদী দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ইউএই খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। এরপর বিশ্বকাপের আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে দলটি; ৩ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে।

১০ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউএই। গ্রুপ ‘ডি’-তে তাদের অন্য প্রতিপক্ষ কানাডা, আফগানিস্তান ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। কঠিন এই গ্রুপে টিকে থাকতে হলে ব্যাটিং-বোলিং সব বিভাগেই সেরা পারফরম্যান্স দিতে হবে ওয়াসিমদের।

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পরাশার, হায়দার আলি, হর্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মায়াঙ্ক কুমার, মুহাম্মদ আরফান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, রোহিদ খান, সোহাইব খান ও সিমরনজিৎ সিং।

সব মিলিয়ে, নতুন প্রত্যাশা আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বমঞ্চে নিজেদের ছাপ রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়