ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসামে অবৈধভাবে বসবাস করছে ৬৪ লাখ অনুপ্রবেশকারী: অমিত শাহ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২৩:০০, ৩০ জানুয়ারি ২০২৬
আসামে অবৈধভাবে বসবাস করছে ৬৪ লাখ অনুপ্রবেশকারী: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আসামের সাতটি জেলায় অবৈধভাবে বসবাস করছে ৬৪ লাখ অনুপ্রবেশকারী। বিজেপি এই অনুপ্রবেশের সমস্যা শেষ করতে বদ্ধপরিকর। ২০ বছরের কংগ্রেস শাসনে অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে আসাম। বদলে গিয়েছে রাজ্যের জনবিন্যাস।”

ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের সীমানার কাছে আসামের ধেমাজি জেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি । দীর্ঘ ভাষণে কার্যত স্পষ্ট করে দিয়েছেন ভোটমুখী আসামে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ইস্যুই  মূল ‘অস্ত্র’ বিজেপির। 

নিজের ভাষণে কংগ্রেসকে টার্গেট করে শাহের অভিযোগ, “কংগ্রেসের শাসনকালে আসামের জনবিন্যাস সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। অনুপ্রবেশকারীর সংখ্যা শূন্য থেকে বেড়ে দাঁড়িয়েছিল ৬৪ লাখ। রাজ্যের সাতটি জেলায় অনুপ্রবেশকারীরা হয়ে ওঠে সংখ্যাগুরু।” 

ভয়াবহ এই পরিস্থিতি বদলাতে  বিজেপিকে ফের নির্বাচিত করার আবেদন জানিয় শাহ বলেন, “আমি এটা কখনই বলছি না যে সাধারণ মানুষকেও অস্ত্র হাতে সীমান্তে যেতে হবে। আপনাদের হয়ে সেই কাজটা করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। আপনারা চিন্তা করবেন না।”

তবে একইসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভোটের বাক্সেই তার জবাব দিতে হবে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে আবার বিজেপিকে ক্ষমতায় আনার আর্জি জানান তিনি।

শাহ বলেন  “যদি আপনারা আসামে অনুপ্রবেশ বন্ধ করতে চান তাহলে বিজেপিকে ভোট দিন। তৃতীয়বারের জন্য এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্তিশালী করুন।” 

প্রসঙ্গত, আগামী মার্চ -এপ্রিল মাসের মধ্যেই আসামে বিধানসভা নির্বাচন। গত দু’বার এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেই উত্তর-পূর্বের এই রাজ্যে পা পড়েছিল গেরুয়া শিবিরের। আসামে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ইস্যুতেই পার করতে চাইছে বিজেপি।

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়