ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিগত নির্বাচনে কেন্দ্রে ‘ফেইক আনসার’ রাখা হয়েছিল: ইসি সানাউল্লাহ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৩৩, ৩০ জানুয়ারি ২০২৬
বিগত নির্বাচনে কেন্দ্রে ‘ফেইক আনসার’ রাখা হয়েছিল: ইসি সানাউল্লাহ

বিগত নির্বাচনে ফেইক আনসার সাজিয়ে কেন্দ্রে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সেই সুযোগ এখন আর নেই জানিয়ে তিনি বলেন, বিগত দিনের নির্বাচনের থেকে বর্তমান সময়ে পরিস্থিতি অনেক ভালো। দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এছাড়া পরিবেশ ভালো।

আরো পড়ুন:

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

ভোটের আগেই অবৈধ ও হারানো অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

পোস্টাল ভোটে কোনো ত্রুটি-বিচ্যুতি রাখা হবে না জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ভোটারের লাইভ লোকেশন ছাড়া কোন পোস্টাল ভোট গ্রহণ হবে না। পোস্টাল ভোট গণনায় সময় বেশি লাগবে। প্রবাস থেকে আসা ব্যালটগুলোর জন্যই সময় বেশি লাগবে।

তিনি বলেন, রিমোট এলাকায় হ্যালিপেড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে কোন কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তার। এ সময় নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়