মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার টাউন হল মাঠ ও লাকসাম স্টেডিয়ামে পৃথক দুইটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম এবং রাত ৮টায় কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
টাউন হল মাঠের জনসভার সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় জামায়াত আমির বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা/রুবেল/রাজীব