ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদ জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৫  
নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদ জবিতে বিক্ষোভ

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

আরো পড়ুন:

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে শ্রমিক আন্দোলন দমন ও গুলি চালিয়ে হত্যার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা স্পষ্ট। কল্পনা চাকমা বলেছিলেন, ‘পাহাড়ে যা এক্সপেরিমেন্ট হয়, সমতলে তা ইমপ্লিমেন্ট হয়।’ তেমনটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।

তারা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহারের দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জবি শাখার সাধারণ সম্পাদক মারুফ বলেন, “সেনাবাহিনী আজ শ্রমিকদের আন্দোলনে গুলি চালিয়ে খুন করেছে। অথচ একই সেনাবাহিনীকে আমরা চবি শিক্ষার্থীদের বিপন্ন অবস্থায় নিরাপত্তা দিতে ব্যর্থ হতে দেখেছি। পুলিশ প্রশাসনও ধর্ষণ, মব ভায়োলেন্স কিংবা পাহাড়ে আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে। অথচ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনী শ্রমিক আন্দোলন দমনে কঠোরভাবে অংশ নিচ্ছে।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে এবং পুঁজিপতি-মালিক শ্রেণির পক্ষে অবস্থান নিয়েছে। পাহাড়ে আদিবাসীদের উচ্ছেদ ও সমতলে শ্রমিক আন্দোলন দমন তারই প্রমাণ। গত এক বছরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পর থেকে তারা সাধারণ মানুষের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। ক্ষমতাসীন পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী খুন পর্যন্ত করতে পিছপা হচ্ছে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়