ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছুরিকাঘাতে জবি শাখা ছাত্রদল নেতা নিহত

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৫৪, ১৯ অক্টোবর ২০২৫
ছুরিকাঘাতে জবি শাখা ছাত্রদল নেতা নিহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

আরো পড়ুন:

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওখানে তিনি টিউশনি করতে যান। তবে এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছেন।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়