ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৯ অক্টোবর ২০২৫  
জাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘সপ্তম জেইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) আয়োজনে আগামী ১৭ ও ১৮ অক্টোবর এই বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিজ্ঞান উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে ১০টি আকর্ষণীয় প্রতিযোগিতা এবং ৯১ হাজার টাকার প্রাইজমানি।

উৎসবের প্রথম দিন, ১৭ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী চলবে গণিত অলিম্পিয়াড, সায়েন্স কুইজ এবং বায়োলজি অলিম্পিয়াডের মতো বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

দ্বিতীয় দিন, ১৮ অক্টোবর (শনিবার), বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাকি প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের আয়োজনে শিক্ষার্থীরা মোট ১০টি সেগমেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেগুলো হলো- গণিত অলিম্পিয়াড (১১তম আসর), বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, রুবিক্স কিউব, পোস্টার প্রেজেন্টেশন, বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা, সায়েন্টিফিক প্রজেক্ট শোকেসিং, ৪ মিনিট প্রেজেন্টেশন, লাইন ফলোয়ার রোবট এবং রোবো সকার।

আয়োজকরা জানান, প্রতিটি সেগমেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের জন্য থাকছে সর্বমোট ৯১ হাজার টাকার পুরস্কার। এছাড়াও বিজয়ীদের জন্য থাকছে ই-সার্টিফিকেট, টি-শার্টসহ নানা উপহার। বিশেষভাবে, গণিত অলিম্পিয়াডের তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ এবং সাধারণ সম্পাদক মুসা জানান, এই বিশাল আয়োজন সফল করতে ক্লাবের ১১৪ জন স্বেচ্ছাসেবী, ৪৮ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ক্লাবের সকল সদস্য ও নির্বাহী সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়