ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মফিজ লেকে মন হারিয়ে যায়

আজাহার ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মফিজ লেকে মন হারিয়ে যায়

বিকেল হলেই দেখা মেলে শিক্ষার্থীদের। চলে আড্ডা, গান। কেউ বা আবার প্রেমিক-প্রেমিকা কিংবা প্রিয়জন নিয়ে গল্পগুজবে আনন্দঘন সময় কাটায়।

ঝুলন্ত সেতু, বাঁশের সাঁকো, ওয়াচ টাওয়ার। যেখান থেকে সবাই উপভোগ করেন মনোমুগ্ধকর সৌন্দর্য। লেকের দুই পাশে সারি সারি গাছ নজর কাড়ে দর্শনার্থীদের। লেকের সামনে ফাঁকা জায়গায় প্রায়ই দেখা যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। লেকটি হলো মফিজ লেক।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একবারে পশ্চিমে তাকালে দেখা মেলে নয়নাভিরাম মফিজ লেকের। এ যেন এক টুকরো হাতির ঝিল। বর্তমানে লেকটি দর্শনীয় স্থান হিসেবে রূপ লাভ করেছে। নয়নাভিরাম ও চোখ ধাঁধানো এই লেকটি প্রশাসনিক ভাবে ‘ইবি লেক’ নামকরণ করা হলেও বর্তমানে এটি ‘মফিজ লেক’ নামেই পরিচিত। ছবি তুলেছেন আজাহার ইসলাম


 


 



ইবি/আজাহার/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়