ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজয়ের মাসে আসছে ‘ছুটির দিনে’ 

শেখ নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ১২:০০, ১০ নভেম্বর ২০২০
বিজয়ের মাসে আসছে ‘ছুটির দিনে’ 

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা ও গুজবে গণপিটুনি রোধে ‘ছুটির দিনে’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ও শিশুসাহিত্যিক আপন অপু।

আরো পড়ুন:

সম্প্রতি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, কার্জন হল, জাতীয় শহীদ মিনার, ধানমণ্ডি ৩২-এ দৃশ্য ধারণ করা হয়েছে।

এতে অভিনয় করেছেন জনপ্রিয় শিশুশিল্পী দিশা, তাসিন, তাজিম ও মারজান। মুক্তিযোদ্ধা চরিত্রে এবিএম সোহেল রশিদ আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন মির্জা রোজী। 

ডিওপি ছিলেন রাশেদুল কবির রানা। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই চলচ্চিত্রটি টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম ‘পরিচয়’-এ প্রকাশ করা হবে।চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক সহযোগিতা করছে ‘বিরাট পেইন্টস’।

নির্মাতা আপন অপু বলেন, ‘বিরাট পেইন্টসের সহযোগিতা ছিল বলে শর্টফিল্মটি নির্মাণ করা সহজ হয়েছে। ছোটদের জন্য লেখালেখি ও শর্টফিল্ম নির্মাণ করতে আমার ভালো লাগে। এই শর্টফিল্মটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। পাবলিক প্লেসে দৃশ্য ধারণ করা খুব একটা সহজ ছিল না। অনেক বেগ পেতে হয়েছে। তবে শিল্পীরা যথেষ্ঠ ভালো অভিনয় করেছে। আশা করছি এটি দর্শকদের হৃদয় ছুঁতে পারবে।’

মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করা এবিএম সোহেল রশিদ বলেন, ‘গল্পটি আমার অসম্ভব ভালো লেগেছে। সেই জন্য রাজি হয়েছি। শিশুশিল্পীরাও অনেক ভালো অভিনয় করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

টাঙ্গাইল/মাহি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়