ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাবিতে স্বাধীনতা কাপ ক্রিকেটে ছাত্রলীগের জয়

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৫ মার্চ ২০২১  
রাবিতে স্বাধীনতা কাপ ক্রিকেটে ছাত্রলীগের জয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। টুনার্মেন্টের ফাইনালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিপক্ষে ৩৩ রানে জয় পেয়েছে শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়।

খেলার শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ১৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ছাত্রলীগের সংগ্রহ ১২৩ রান। ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ ওভার শেষে ৮ উইকেটে শিক্ষক সমিতি ৯০ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি হয়। ছাত্রলীগের পক্ষে ব্যক্তিগত সবোর্চ্চ ২২ রান করেন ফাহাদ মোল্লা এবং শিক্ষক সমিতির পক্ষে সবোর্চ্চ ২৪ রান করেন আশিকুর রহমান। ফাইনাল ম্যাচে ছাত্রলীগের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন খালিদ হাসান এবং শিক্ষক সমিতির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ড. আল-মামুন।

গত ২০ মার্চ বিকেলে একই ভেন্যুতে টুর্নামেন্টটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে আয়োজক রাবিসাসের প্রতিপক্ষ ছিল শিক্ষক সমিতি।

প্রসঙ্গত, টুর্নামেন্টটিতে মোট ৬টি দল অংশ নেয়। অংশ নেওয়া দলগুলো হলো- রাবি শিক্ষক সমিতি, রাবিসাস, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি অফিসার সমিতি এবং রাবি ছাত্রলীগ।

রাবি/সাইফুর/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়