ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৭ মার্চ ২০২১  
রাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার

শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্টন সেন্টার’ চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। চাকরির বাজারে শিক্ষার্থীদের উপযুক্ত করতে ওয়ার্কশপ, ট্রেনিং ও জব ফেয়ারের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সেন্টারটি।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এই সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সেন্টারের সব কার্যক্রম পরিচালনা করা হবে। 

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্য অধ্যাপক মো. শহীদুল্লাহ্। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্য, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক উপস্থিত ছিলেন।

সাইফুর/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়