ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাবিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার 

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৭ এপ্রিল ২০২১  
রাবিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি পুকুর পাড় থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অবিষ্ফোরিত মর্টাল শেল উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এটি উদ্ধার করে পুলিশ৷ 

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘শামসুজ্জোহা হলের পাশে মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত একটি মর্টাল শেল পাওয়া গেছে শুনে সেখানে যাই৷ পরে আমরা র‌্যাবকে খবর দিলে ঘটনাস্থলে তারা একটি টিম পাঠান৷ র‌্যাব-৫ এর একটি দল বিষয়টি পর্যবেক্ষণ করে মর্টার শেলের চার পাশে ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন৷’ 

তিনি আরও বলেন, ‘র‌্যাব আমাদের জানিয়েছে এটি যুদ্ধের সময় ব্যবহৃত সেনাবাহিনীর একটি মর্টার শেল। তারা ধারণা করছেন এটি নিষ্ক্রিয়।’ তবে শেলটির নিষ্ক্রিয়তা পরীক্ষা করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম আসবে বলেও তিনি জানান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম জানান, গত দুই দিন আগে তিনি পুকুরে মাছের খাবার দিতে আসেন৷ পুকুর পাড়ে হাঁটার সময় মর্টাল শেল সদৃশ একটি জিনিসের সঙ্গে তার পা লাগে৷ পরে তিনি এটি দেখে তানভীর নামে স্থানীয় এক ব্যক্তিকে জানান। তানভীর সেখানে এসে বিষয়টি পুলিশকে জানান৷ তখন পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে৷ 

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটি পরীক্ষা করে দেখবেন৷ তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাইফুর/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়