ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েদের চোখে বাবা

মোহাম্মদ ইয়াছিন ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২০ জুন ২০২১   আপডেট: ১২:১৪, ২০ জুন ২০২১
মেয়েদের চোখে বাবা

জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের ৮৭টি দেশে পালিত হয় বাবা দিবস। বাবা শব্দটি প্রতিটি সন্তানের কাছেই অমূল্য। বাবা-ছেলের চেয়ে বাবা মেয়ের সম্পর্কের খুনসুটি একটু বেশি হয়ে থাকে। তাদের সম্পর্কের রসায়ন অত্যন্ত গভীর। আমাদের সমাজে প্রচলিত আছে বাবা-মেয়ের আর মা-ছেলের সম্পর্কের কথা। বাবা দিবসে বাবাদের প্রিয় মেয়েদের সঙ্গে কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াছিন ইসলাম।

বাবা মানে হার না মানা এক যোদ্ধা

আরো পড়ুন:

তাসমিয়া কাইয়ূম বলেন, হার না মানা এক যোদ্ধার নাম হচ্ছে বাবা। বাবা এই একটা কথার যে কতটা গুরুত্ব আমার জীবনে, তা শুধুই আমার মতো যাদের বাবা আছেন, তারাই জানেন। সূর্য ডুবে গেলে চারদিকটা যেমন অন্ধকার, ঠিক তোমাকে ছাড়া আমার আশপাশটাও এমন অন্ধকার। আমি হাল ছেড়ে দেই তুমি আবার সেই হালটা শক্ত করে ধরে আমায় বুঝতে শিখাও বারবার। আমার জীবনের প্রথম শিক্ষক আমার বাবা। মায়ের কোল থেকে যখন প্রথম মাটি ছুয়ে হোঁচট খেয়ে পড়েও গিয়েছিলাম, বাবা তখন শক্ত করে হাতটা ধরেছেন সেই হাত ধরাটা এখনো আছে।

বাবা কখনোই আমায় একা ছাড়েননি 

ঝুমুর বলেন, মাথায় বিনুনি দিয়ে ড্রেস পরিয়ে বাবা নিজেই স্কুলে দিয়ে আসতেন এবং কলেজেও। আমার এতটুকু জীবনে একা খুব কম ছেড়েছেন। বাবা কোনো দিন আমার ইচ্ছের উপর বিন্দুমাত্র প্রভাব পড়তে দেননি। ছোট ছোট ভালো লাগাগুলোকে এমনভাবে গুরুত্ব দেন, বাবাকে আরও অনেক বেশি ভালোবাসতে ইচ্ছা হয়।

আমার প্রতিটি রঙিন দিনের জন্য তোমার অবদান বাবা। আমি সেই ছোট্ট বেলার লক্ষী মেয়ের মতো সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি কিন্তু জীবনে যদি ভালো পর্যায়ে গিয়ে কারোর জন্য কিছু করতে পারি, সেইটাও হবে একমাত্র তোমার জন্যই বাবা। খুব ভালো থেকো তুমি।

বাবা আমার বায়না পূরণ

সামিয়া আলম মজুমদার বলেন, আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকেই আমার একটার আস্থার জায়গা আমার বাবা। হয়তো যখন বুঝতাম না, তখনো আমাকে এভাবেই আগলে রাখতো। তাইতো খেলার ছলে বাবা উপরে ছুড়ে দিলেও হয়তো অট্টোহাসি দিতাম, কারণ জানতাম এই হাত আমায় ঠিকই লুফে নেবে সযত্নে। 

আমার সব বায়না আমি আমার বাবার সাথেই করি। আর এই মানুষটাই আমার সব বায়না পূরণ করে হাসিমুখে। আমার বাবা আমার কাছে সবচেয়ে প্রিয় আর আস্থার নাম। বাবা দিবসে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য বাবা।

বাবা হলেন ভালোবাসাময়

আরাবী জামান বলেন, বাবাদের গল্পগুলো একটু আলাদাই হয়। ছোট এই শব্দটিতে আছে ভরসা, ভালোবাসা আর গাম্ভির্যতা। ব্যক্তিত্ব যতটাই  গাম্ভির্যপূর্ণ হোক না কেন, তারা তারচেয়ে অনেক বেশি ভালোবাসাময়। শত যত্ন দিয়ে আগলে রাখেন তারা পুরো পরিবারকে। যার কাছে আমাদের এত আবদার, সে অনায়াসে তার পুরনো ঘড়ি, পুরনো জুতা, হাতা ছোট হয়ে  যাওয়া শার্টটি চালিয়ে নেন দিনের পর দিন।  সারাদিন শত ব্যস্ততা আর ক্লান্তির কারণে অনেক কিছু ভুলে গেলেও ভোলেন না আমাদের আবদারের কথাগুলো।  

বাবারা বাড়ি ফেরার সাথে সাথে আমাদের আবদারগুলোও ফেরে তার সাথে। অফিসের ফাঁকে বাবাদের ওই ৩০ সেকেন্ডের কলটাতেও জড়িয়ে থাকে হাজারো মায়া। বাবারা আছেন বলেই আমাদের জীবন এত সুন্দর, চলার পথটা অনেকটা সোজা। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। প্রতিটি সন্তান হাসি ফুটাক তার বাবার মুখে।

বাবা আমার সুপার হিরো

শামীমা খান বলেন, বাবা আমার জীবনে এমন একজন মানুষ, যার কাছে আমি আজ পর্যন্ত বকা খাইনি। কিন্তু তাই বলে কি বকা খাওয়ার মতো কোনো কাজ করিনি? করিনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক কাজ করেছি বকা খাওয়ার মতো। কিন্তু বাবা সব কিছু সহ্য করে আমাকে বুঝিয়েছেন কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই এ জীবনে বাবার বকা খাওয়া আর হয়ে ওঠেনি। ছোটবেলায় অনেক কিছুর হাতেখড়ি শুরু হয়েছিল বাবার কাছ থেকেই। সাতার কাটা থেকে শুরু করে গাছ লাগানো, গাছের পরিচর্যা, মাছ ধরাসহ ইত্যাদি কাজ বাবার কাছেই শেখা। 

প্রতিদিন বিকালবেলা বাবা আমাকে নিয়ে হাঁটতে বের হতেন। ছোট ছোট আঙ্গুল দিয়ে বাবার বৃদ্ধা আঙ্গুল চেপে ধরে রাজার মতো হাঁটতাম বাবার সাথে। আর মনে মনে ভাবতাম বাবা নামক সুপার হিরো যখন সাথে আছে, তখন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থনৈতিক দিক থেকে খুব বেশি সচ্ছল না হওয়া সত্ত্বেও আমি বাবার রাজকুমারী ছিলাম। বাবা কখনো বুঝতেই দিতেন না যে আমাদের অর্থনৈতিক অভাব রয়েছে। 

মাঝেমধ্যে দেখতাম বাবা ছেড়া পাঞ্জাবি সেলাই করে পরেছেন কিন্তু বাবাকে কখনো জিজ্ঞেস করা হয়নি যে বাবা তুমি কেন ছেড়া পাঞ্জাবি পরেছো? এদিকে বাবা সেই সেলাই করা পাঞ্জাবি আর সেলাই করা চপ্পল পায়ে দিয়ে খুব হাসি মুখেই পার করে দিতেন বছরের পর বছর। বাবার ভালোবাসার তুলনা হয় না। বাবা দিবসে অনেক ভালোবাসা তোমার জন্য বাবা।

নির্ভরতা ও নিরাপত্তার নাম বাবা

শেখ নাতাশা বলেন, বাবা শব্দটি দুটি বর্ণের। তবে এর গভীরতা অনেক। আমার কাছে বাবা মানেই এক নির্ভরতার নাম। বাবা নিয়ে হাজারো কথা থাকলেও সেটা অশ্রুরুদ্ধ হয়ে পড়ছে। কেননা যে বটবৃক্ষ আমাকে আগলে রাখবে, নিরাপত্তা দেবে সব বিপদে, সেই বটবৃক্ষ আমাকে ছেড়ে চলে গেছে বহু আগে। তবুও তার স্নেহাস্পর্শ এখনো লেগে আছে আমার গালে, মনে আর আমার অস্তিত্বে। ভালোভাবে কখনো বলাই হয়নি বাবা তোমাকে ভালোবাসি। হ্যাঁ, বাবা অনেক ভালোবাসি তোমাকে। আল্লাহ তোমাকে ভালো রাখুক তার কাছে। বাবা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসা বাবাদের প্রতি। ভালো থাকুক সব বাবা-সন্তানের সম্পর্ক।

বাবা তোমায় ভালোবাসি

ফারহাত মাইশা বলেন, সন্তানকে সারাজীবন বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যায় বাবারা। বাবা সন্তানের কাছে এক পরম নির্ভরতার প্রতীক। বাবাকে জড়িয়ে ধরে কখনো বলা হয়নি কতোটা ভালোবাসি কিন্তু আজ বলবো, বাবা তোমায় ধন্যবাদ, অনেক ভালোবাসি তোমায়। পৃথিবীর সব বাবা ভালো থাকুক, সুখে থাকুক।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়