ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্যান্সারে মারা গেলেন কুবি শিক্ষার্থী 

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২৯ জুলাই ২০২১  
ক্যান্সারে মারা গেলেন কুবি শিক্ষার্থী 

ক্যান্সারে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিন মেহেদী (২২)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

তানিনের বাড়ি চাঁদপুরের মতলব থানার লাখশিবপুর গ্রামে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন তিনি। প্রথম বর্ষে ক্লাস শুরুর কিছু দিনের মধ্যেই তার হাটুতে ক্যান্সার ধরা পড়ে। সেসময় ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন তানিন। এরপর ২০২০ সালে আবার তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে দেশেই চিকিৎসা নিতে থাকেন তিনি। 

তানিনের খালাতো ভাই মনির হোসেন বলেন, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া ধরে যায় তানিনকে। কয়েকদিন ধরেই তানিন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলে না। শেষে আজ সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন।

কুবি/শরীফ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়