ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিইউবিটিতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১২:১২, ৩ আগস্ট ২০২১
বিইউবিটিতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আগামী ৫ থেকে ৭ আগস্ট ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরারি টেকনোলজিস (ICSCT)’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এতথ্য জানা যায়। 

আরো পড়ুন:

‘Sustainable Development for Optimum Growth’ স্লোগান নিয়ে সম্মেলনটি রাজধানীর রূপনগরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে মহামারি উদ্ভূত পরিস্থিতিতে হাইব্রিড মুডে অনুষ্ঠিত হবে।

দেশ-বিদেশের স্বনামধন্য বিজ্ঞানী, গবেষক, শিল্প-পেশাদার ও শিক্ষাবিদরা অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন। 
আগামী ৫ আগস্ট দুপুর ১২টায় ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ৭ আগস্ট বিকাল ৫টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অন্য পৃষ্ঠপোষকরা হলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সারওয়ার কামাল এবং বিইউবিটির উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। এছাড়াও বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক এবং তিনি জেনারেল চেয়ার হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন।

বিইউবিটি/জিসান/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়