ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাদেরও মন কাঁদে

নাজমুল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৪৮, ১৯ ডিসেম্বর ২০২১
তাদেরও মন কাঁদে

ছবি: নিজস্ব

একটু পরেই তপ্ত দুপুর। শীতের আগমনী বার্তার এই সময়টাতে বেশ গরম পড়েছে। এরপরও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। হবেই না কেন? প্রায় দু’বছর পর শিক্ষাঙ্গনে পা ফেলেছে তারা। কতদিন ধরে বন্ধুরা টিফিন ভাগাভাগি করে না, সেই অতৃপ্তিই যেনো গোছাচ্ছে।

এর মধ‌্যেও কিছু শিক্ষার্থীদের রয়েছে ভিন্ন ভাবনা। সেটা মানবিকতার। যেটা গড়ে ওঠে শিক্ষার মাধ‌্যমেই। এসব মানবিক শিক্ষার্থীরা অসহায়দের কথা ভাবে। ক্ষুধার্ত এসব মানুষগুলোর জন‌্য তাদেরও মন কাঁদে।

নিজেদের টিফিনের টাকা থেকে কিছু বাঁচিয়ে শনিবার (৩০ অক্টোবর) ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছিলো সরকারি বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা। তারা শতাধিক অসহায় ভিক্ষুক ও রিকশাচালকের মধ্যে দুপুরের খাবার বিতরণ করে।

এসব অসহায়দের মুখে হাসি ফুটাতে পেরে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। তাদের চোখেমুখে তৃপ্তির ছাপ। সেটা আরো স্পষ্ট হলো কর্মসূচীর উদ্যোক্তা শেখ সাকিবের কথায়। সে জানায়, কিছু মানুষের মুখে খাবার তুলে পেরে নিজের কাছেও ভালো লাগছে। কারণ সৃষ্টির সেবার মাঝেই স্রষ্টার সেবা- এটা বিশ্বাস করি। 

সাকিব আরো জানায়, ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে অসহায় শিক্ষার্থীদেরও আর্থিক সহায়তার করবে তারা। এজন‌্য সবাইকে পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।

কলেজ ফটকের সামনের এই আয়োজনে শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাহবুবুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক লাবনি শাহা, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঙলা কলেজ যুব থিয়েটারের সাধারণ সম্পাদক আতিকুর রহিম, ছাত্রলীগ কর্মী সাগরসহ অন্যান্যরা। 

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়