ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতের সকালে খেজুরের রস উৎসব 

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:১৪, ৬ জানুয়ারি ২০২২
শীতের সকালে খেজুরের রস উৎসব 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতের সকালকে বরণ করে নিতে ‘রস উৎসব’-এর আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

‘সওদাগর’ অনলাইন ব্যবসার সত্বাধিকারী ও বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোরসালিন রহমান শিখরের তত্ত্বাবধানে ও ভাইরাল ফুড কর্নারের সহযোগিতায় এ উৎসব হয়।

‘রস উৎসবে’ খেজুরের রস খেতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বলকুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমারসহ অনেকেই। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুভেচ্ছামূল্য দিয়ে খেজুরের রস উপভোগ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, শীতের সকালে খেজুর রস খাওয়া মানেই অন্যরকম প্রাপ্তি। উৎসবে অন্য বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ভালো লাগছে। 

আয়োজক মোরসালিন রহমান শিখর বলেন, প্রথমবার যে কুয়াশা উৎসব হয়েছিল, সেসময় লক্ষ করেছি শীতের সময় খেজুরের রস ছাড়া শীতের সকাল পূর্ণতা পায় না। তাই এবার আমার অনলাইন অর্গানিক প্রডাক্টের প্রতিষ্ঠান ‘সওদাগর’ ও ‘ভাইরাল ফুড কর্নার’-এর সহায়তায় আমি এই উৎসবের আয়োজন করেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে।

ফাহাদ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়