ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পবিপ্রবি শিক্ষককে হত্যার হুমকি, দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

পবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৫ মে ২০২৩   আপডেট: ১৮:০৪, ২৫ মে ২০২৩
পবিপ্রবি শিক্ষককে হত্যার হুমকি, দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৫ মে) পটুয়াখালীর দুমকি থানায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মো. ওয়াজকুরুনি এবং উপ-উপাচার্য কার্যালয়ের এপিএস মো. রাসেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ড. মো. আনোয়ার হোসেন মন্ডল (জিডি নং-৯৬৫)

এ বিষয়ে অভিযোগকারী ড. মো. আনোয়ার হোসেন মন্ডল বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে চাকরিপ্রাপ্তদের পদোন্নতি ও পেনশনের অফিস আদেশের বিষয়ে হস্তক্ষেপ এবং এ পর্যন্ত সকল অনিয়মের বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়ায় অভিযুক্তরা আমাকে গালমন্দ ও হত্যার হুমকি দেন।’

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে ডেপুটি রেজিস্ট্রার মো. ওয়াজকুরুনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগকারী শিক্ষক সকল কর্মকর্তাদের দালাল বলেছেন বলে অন্যান্য কর্মকর্তারা অভিযোগ করেছেন। এই অভিযোগের সত্যতা জানার জন্যই শুধুমাত্র আমি তাকে ফোন করি।’

দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ড. মো. আনোয়ার হোসেন মন্ডল পবিপ্রবির শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এর সভাপতি পদপ্রার্থী এবং আওয়ামী লীগপন্থী একজন শিক্ষক।

আনিসুর রহমান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়