ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিগগিরই ঢাকা কলেজ ও বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি, বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৯ জুলাই ২০২৩  
শিগগিরই ঢাকা কলেজ ও বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি, বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ ইউনিটের দীর্ঘ প্রায় সাত বছর এবং সরকারি বাঙলা কলেজ ইউনিটের প্রায় পাঁচ বছর পর সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংসদ। সে লক্ষ্যে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সিভি জমা দিতে হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদপ্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

জীবন বৃত্তান্তের সঙ্গে যেসব সংযুক্তি প্রয়োজন (প্রতি কপিতে)

১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি
২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৪. জন্ম সনদের ফটোকপি
৫. সব বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি
৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি
৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদের (যদি থাকে) ফটোকপি।

প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা কলেজে তিনটি কমিটি হয়। এর মধ্যে ২০১২ সালে একটি পূর্ণাঙ্গ এবং ২০১১ ও ২০১৬ সালে একটি করে আহ্বায়ক কমিটি হয়। সর্বশেষ ২০১২ সালের অক্টোবরে একটি কমিটি গঠন করে পরবর্তী বছর নভেম্বর মাসে ভেঙে দেওয়া হয়। দুই গ্রুপের দ্বন্দ্বে ফারুক নামের এক কলেজছাত্র নিহত হন। এর জেরে কেন্দ্র থেকে কমিটি ভেঙে দেওয়া হয়। ২০১৬ সালে নভেম্বরে ১২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১৭ সালে বছরের শুরুতেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আবারও কেন্দ্র থেকে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় নেতারা। ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে আক্ষরিক অর্থে ঢাকা কলেজের কোনও কমিটি নেই।

অন্যদিকে, সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৪ সালের ৮ অক্টোবর। তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম এক বছরের জন্য কমিটি ঘোষণা করেছিলেন। তখন মুজিবুর রহমান অনিককে সভাপতি ও সোলায়মান মিয়া জীবনকে সাধারণ সম্পাদক করে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। এর দুই বছর পর ২০১৬ সালে সাইফুর রহমান সোহাগ ও এসএম জাকির হোসাইনের কমিটি বাঙলা কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। যা ২০১৯ সালের ২১ মার্চ পরবর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর থেকে আর নতুন নেতৃত্ব পায়নি বাঙলা কলেজ ছাত্রলীগ।

রায়হান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়