নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি-বেসরকরি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের খবরে থাকছে বিস্তারিত-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)
‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যত’ স্লোগানে ইবির জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন আয়োজন করা হয়ে।
শুরুতেই উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বিভাগের সামনে থেকে আনন্দ র্যালি বের হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্থিরচিত্র প্রদর্শনী শেষে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সেমিনার রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বিভাগের সভাপতি মো. ইনজামুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা, বিপুল রায় এবং মো. আনিসুল কবির।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি করতে র্যালির আয়োজন করে নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সচেতনতামূলক বাণী সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করে পরিবেশ ভারসাম্য রক্ষায় অবদান রাখতে সবাইকে তাগিদ দেন উপাচর্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচি পালন করেছে বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ইএসডি)। এতে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ক্লাব।
সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদর্শন করে। এরপর ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর পরিবেশ বিষয়ক পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করে ইএসডি কর্তৃপক্ষ।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান, বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার পপি, সহকারী অধ্যাপক শারমীন সুলতানা, প্রভাষক এলিজা সুলতানা, প্রভাষক গোপা বিশ্বাস প্রমুখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রোসাটমের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। পরে ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ করেন উপাচার্যসহ অতিথিরা। বৃক্ষরোপণ শেষে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি ড. মো. রাহীদুল ইসলামের সভাপতিত্বে এবং জনসংযোগ ও প্রকাশনা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক জলবায়ু অর্থ ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)
‘ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বাকৃবির পরিবেশ বিজ্ঞান ও এগ্রোমেটিওরোলজি বিভাগের উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভা মাধ্যমে দিসবটি পালন করা হয়েছে।
বেলা ১১টায় র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরির সামনের রাস্তা প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়। র্যালি শেষে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুল বাতেনের সভাপতিত্বে এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের লেকচারার শাহ্ তাসদিকা অয়নের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন দাস।
এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান, এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আখম গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
এছাড়াও বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)
চাঁবিপ্রবি শাখা গ্রিন ক্লাইমেট ইনিসিয়েটিভের উদ্যোগে ক্যাম্পাসে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
এসব কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নাছিম আখতার। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও চাঁবিপ্রবি শাখা গ্রিন ক্লাইমেট ইনিসিয়েটিভের উপদেষ্টা মো. বাইজীদ আহম্মেদ রনি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. শাকিল আহমেদ সবুজ।
রাজশাহী কলেজ
রাজশাহী কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল সাড়ে ৯ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউর রহমান।
শেষে পরিবেশ দিবসকে কেন্দ্র করে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গণ বিশ্ববিদ্যালয় (গবি)
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গবি সাংবাদিক সমিতি। সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, কাঁঠাল, জামরুল, কদবেল, তেঁতুল, জলপাই, সফেদাসহ বিভিন্ন ফলদ বৃক্ষ ও ফুল গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, গবিসাসের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরকারি তিতুমীর কলেজ
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ স্লোগানে দেশের বিভিন্নস্থানে নানা প্রজাতির ২৪ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। সকাল ১১টায় কলেজ চত্বরে বিশ্ব পরিবেশ দিবস ও বিসিএস ক্যাডারদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এসময় তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন।
এছাড়া ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী, সদস্যদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম, হাসান আব্দুল্লা তৌহীদ, আরিফুল ইসলাম, সবুজ হাওলাদার, মৃত্যুঞ্জয় দে সজল, কবির জুয়েল, রাজীব কুমার, নাজমা পারভীন, কাউসাইন মোবাশ্বর, ডা. মহিউদ্দিন, রাকিবুল হাফিজ, মুকিব মিয়া, মেহেদী ফয়সাল, কলেজের শিক্ষক সম্পাদক ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
/মেহেদী/