ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

রাজশাহী কলেজ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন স্থগিত

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১০ জুলাই ২০২৪  
রাজশাহী কলেজ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন স্থগিত

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) আপিল বিভাগের দেওয়া রায়ের পর তারা চার সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আদালতের প্রতি সম্মান আছে। তবে এ সময় এসে আর এই রায় মানার কোনো রকম যৌক্তিকতা নেই। যেখানে সরকার প্রধানের কথা পাঁচ বছর পর পাল্টে  যায় সেখানে, হাইকোর্ট আবার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখলে কোনো লাভই হবে না আমাদের। আগামী চার সপ্তাহ পর শুনানির রায় যদি আমাদের পক্ষে না আসে আমারা আবার আন্দোলন শুরু করবো।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত নাঈম সাজিয়া বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। মেধাবীদের সঠিকভাবে মূল্যায়ন করা না হলে দেশ থেকে এক সময় মেধা পাচার হয়ে যাবে। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্থ হবো, ঠিক তেমনি আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে।

/দুর্জয়/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়