হল বন্ধের প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হল ত্যাগের নির্দেশনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে চার শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে, দুপুর ২টায় নিহত কোটা আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভবনের সামনে ওই জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানাযা শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হল বন্ধ করা ও বাধ্যতামূলক হল ত্যাগের ঘোষণার তীব্র সমালোচনা করেন এবং ওই নোটিশ বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন। মুক্তমঞ্চ থেকে মিছিল নিয়ে কেআর মার্কেট ঘুরে প্রশাসনিক ভবনের সামনে যান শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে অবস্থান করে অবরোধ করেন শিক্ষার্থীরা।
এসময় ‘হল ছাড়ার নির্দেশ কেনো, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’, ‘হল বন্ধ করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার’সহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের যদি ক্যাম্পাস ছাড়তে হয়, তাহলে আগে শিক্ষকদের ক্যাম্পাস ছাড়তে হবে। প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। জোর করে শিক্ষার্থীদের হল থেকে বের করা যাবে না। যতক্ষণ না এ নোটিশ প্রত্যাহার করা হচ্ছে, আমরা কেউ উপাচার্য বাসভবনের সামনে থেকে যাবো না।
/লিখন/মেহেদী/
- ৩ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৪ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৬ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৭ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৭ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৭ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৭ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৭ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৭ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৭ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৭ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৭ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৭ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৭ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৭ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের