যবিপ্রবিতে শিক্ষার্থীদের গ্রাফিতি মুছে দিলো ছাত্রলীগ
যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রধান ফটকে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দিবাগত মধ্য রাতে যবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব গ্রাফিতি মুছে দেন বলে জানা গেছে।
এর আগে, শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে জনতা হত্যা, হামলা-মামলা ও শিক্ষকদের নিরব অবস্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সামনের প্রাচীরে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখেন।
সেখানে ‘কতজনের মুখ বন্ধ করবি’, ‘আমার ভাইকে মারল কেনো’, ‘স্যার মিছিলে তো এলেন না, অন্তত জানাযায় আসিয়েন’, ‘ছাত্র হত্যার বিচার চাই’, ‘১.০ দফা খুনি হাসিনার পতন চাই’, ‘ছাত্রলীগ মুক্ত যবিপ্রবি’, ‘রাস্তায় ছাত্রের লাশ গড়ায়, অমেরুদণ্ডী যায় টুঙ্গিপাড়া’, ‘রক্ত খেকো ভোট চোর, ছাড়লে গদি আসবে ভোর’, ‘কু্ত্তা ও ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ প্রভৃতি দাবি ও ব্যঙ্গাত্মক স্লোগান লেখা দেখা যায়।
পরে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে স্লোগান দিয়ে লেখাগুলো মুছে ফেলেন।
এদিকে অন্তর দে শুভ নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী তার নিজ ফেসবুকে প্রোফাইলে লেখা মুছে ফেলা ও স্লোগানের একটি লাইভ ভিডিও প্রকাশ করেন।
দেয়াল লিখন মুছে ফেলার সময় ঘটনাস্থলে উপস্থিত বেলাল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী জানান, যারা এসব নিকৃষ্ট শব্দগুলো ব্যবহার করে একটা শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে এগুলো লিখতে পারে, তারা কখনোই দেশ ও জাতীর জন্য কল্যাণকর হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা যবিপ্রবি ছাত্রলীগ আপোষহীন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অবমাননা করে যবিপ্রবির এ ৩৫ একরে কর্মকাণ্ড চালাবে, এটা আমরা যবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা কখনোই হতে দেব না।
তিনি বলেন, শেখ হাসিনার পতন কোনো সাধারণ ছাত্রদের আন্দোলন না, এটি এখন রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। সুতরাং আমরা সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো।
/সজিবুর/মেহেদী/