ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে হল খুলছে আজ, ক্লাস শুরু রোববার

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৭ আগস্ট ২০২৪  
জাবিতে হল খুলছে আজ, ক্লাস শুরু রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৈধ শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। তবে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন না বলে জানা গেছে।

এছাড়া আগামী রোববার (১১ আগস্ট) থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জাবি কর্তৃপক্ষ।

বুধবার (৭ আগস্ট) সকালে জাবি সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বুধবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীরা স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতরা কোনোভাবেই হলে থাকতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া, আগামী রোববার (১১ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চলবে। ওই আদেশে শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

/আহসান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়