ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি জবি প্রশাসন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৭ আগস্ট ২০২৪  
শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি জবি প্রশাসন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা কার্যক্রম। তবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা জানালেও শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি জবি প্রশাসন।

বুধবার (৭ আগস্ট) বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আমার কাছে নেই। বিভাগগুলোতে শিক্ষকরা আসতে শুরু করেছেন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু করেছে। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।’ 

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে সিদ্ধান্ত তো আসছে বিশ্ববিদ্যালয় খোলার। তবে আমাদের নিজেদের যে একটি বিষয় আছে, তা হয়নি এখনো। সামনে একটি সিন্ডিকেট মিটিংয়ের তারিখ রয়েছে, সেটা হয় কি-না নিশ্চিত করে বলতে পারছি না।’ 

এ বিষয়ে জবি কয়েকজন শিক্ষক ও ডিনদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লাস শুরু হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে খুব জরুরি একটি সিন্ডিকেট সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন তারা। নিজ নিজ বিভাগগুলোতে আগামী সপ্তাহের মধ্যে ক্লাস শুরু হতে পারে বলে ধারণা তাদের।

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের দূরত্ব সৃষ্টির বিষয়ে শিক্ষকরা বলেন, বর্তমান ঘটনা প্রবাহ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতি করেছে, সেটা তো সত্য। আমাদের মধ্যকার সম্পর্কের উন্নয়ন কিভাবে ঘটানো যায়, সেটা আমরা শিক্ষকরা ছাত্রদের সঙ্গে মতবিনিময় করে জানার চেষ্টা করবো। তবে পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের এ ন্যায্য দাবির পক্ষে ছিলেন। আগামীতে সবাই মিলে একটি সুন্দর শিক্ষাবান্ধব সোনার বাংলাদেশ গঠন করবো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল কবে খুলতে পারে সে বিষয়ে কথা বলতে প্রাধ্যক্ষ দীপিকা রাণী সরকারকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়