ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ঢাবিতে শিক্ষার্থীদের সম্প্রীতির র‍্যালি

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৭ আগস্ট ২০২৪  
ঢাবিতে শিক্ষার্থীদের সম্প্রীতির র‍্যালি

শেখ হাসিনার পদত্যাগের পর ‘স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ র‍্যালি ও বিশেষ আয়োজন’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সারাদেশে সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আন্দোলনে শহিদ ও আহত ছাত্র-জনতাকে স্মরণ করে র‍্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসিতে শেষ হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন ধর্মাবলম্বীদের পোশাক পরে আসেন এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও র‍্যালিতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা নতুন এক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা। বিচারের ক্ষেত্রে কোনো বিশেষ গোষ্ঠী বিশেষ সুবিধা পাবে না। প্রত্যেক সেক্টরে স্বৈরাচার যে সিস্টেম তৈরি করেছে, তা ভেঙে পুনর্গঠন করতে হবে। 

তাহমিদ আল মুদ্দাসির নামে এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। স্বৈরাচার শিক্ষার্থীদের আন্দোলনকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক বলেছিল। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু পালিয়ে যায়নি। সাম্প্রদায়িক হামলার মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল পিলিসি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। অনেক হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে। কিন্তু সেটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। আমরা এ সব ন্যাক্কারজনক হামলা চাই না। কেউ অপরাধী হলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হবে। আমরা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ চাই। এ সময় তিনি শিক্ষকদের ও জনগণকে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে জনমত তৈরির আহ্বান জানান।

সোহাগ নামে আরেক শিক্ষার্থী বলেন, সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।  হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে বসবাস করবে। সবার সমান অধিকার থাকবে, বাক-স্বাধীনতা নিশ্চিত করা হবে। আমরা শিক্ষার্থীরা উপাসনালয়গুলোতে পাহারা দিচ্ছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। দেশে সম্প্রীতিও গড়বো।

আরেক শিক্ষার্থী কামরুন নাহার মুন্না বলেন, অনেকে এখন বিজয়ের জন্য ক্রেডিট নিচ্ছে। আমাদের অনেকেরই বিভিন্ন দলের প্রতি সফট কর্নার আছে। অনেকেই এখন সভা সমাবেশ করবে, বাইকে করে শোডাউন দিবে। কিন্তু আমরা জনগণ এখন আর বোকা না। আমাদের উচিত হবে সবার উর্ধ্বে ছাত্র-জনতার ক্রেডিট দিবে। এ বিজয়ের মাধ্যমে আমরা পুরো জাতির বাক-স্বাধীনতা পেয়েছি। আমাদের এটা ধরে রাখতে হবে। 

অধ্যাপক ড. আবু সায়েম বলেন, আমরা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করেছি। সব অপচেষ্টা সমন্বিতভাবে রুখে দিতে হবে। তাহলেই আমাদের বিপ্লব সফল হবে। আমরা এক দলের পতন ঘটিয়ে নতুন কোনো স্বৈরাচার আসুক, তা আমরা চাই না। আমাদেরকে বৈষম্যমুক্ত একটি দেশ তৈরি করতে হবে। নতুন এক সম্প্রীতির বাংলাদেশ চাই। এ সময় তিনি কোটা পদ্ধতির পুনর্বিবেচনা, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

/রনি/হাসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়