ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৫৪, ১০ আগস্ট ২০২৪
রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্পূর্ণভাবে সব ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০৫তম জরুরি সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ৪৪(৪) ও ৪৪(৫) ধারা অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

অন্য আরেক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

এর আগে, শনিবার (১০ আগস্ট) দুপুরে রুয়েট উপাচার্য বরাবর পাঠানো এক চিঠিতে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধসহ ১২ দফা দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়