ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১২ আগস্ট ২০২৪  
সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

ঝিনাইদহসহ সারাদেশে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

দেশে সহিংসতা, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, এরপর থেকে কোথাও কোনো ধরনের লুটপাট করা হলে তার বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়াবে। প্রযোজনে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, এলমা, আবু রাইয়ান প্রমুখ বক্তব্য দেন।

/শাহরিয়ার/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়