ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

৬৫ দিন পর খুললো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪০, ১৩ আগস্ট ২০২৪
৬৫ দিন পর খুললো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

বিভিন্ন ছুটি, অনির্দিষ্টকালীন বন্ধ শেষে দীর্ঘ ৬৫ দিন পর মঙ্গলবার (১৩ আগস্ট) খুলেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি)।

সোমবার (১২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৮তম বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হোস্টেলও খুলে দেওয়া হয় । 

এর আগে, গত ৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৬ দিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ শেষে ৭ জুলাই বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ও প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও একমাত্র ছাত্রী হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়।

তবে দীর্ঘ ৬৫ দিন পরে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হওয়ার পরিবর্তে অনেকটাই চিন্তিত। তাদের চোখে-মুখে দুশ্চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে। একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা দ্রুত সময়ের মধ্যে পাঠদান শেষ করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করার পাশাপাশি বিগত পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রদান করার দাবি জানান।

অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ নাছরুল হক বলেন, প্রায় দুই মাস পর ক্যাম্পাস খুলেছে। গত বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল এখনো পাইনি। দ্রুত ফলাফল প্রদান করার দাবি জানাচ্ছি।

মাস্টার্সের আরেক শিক্ষার্থী শারমিন অনামিকা বলেন, মাস্টার্সের এক বছরের কোর্স শেষ করতে প্রায় দুই বছর লাগছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ক্লাস শেষ করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হোক। 

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায় বলেন, আমরা ইতোমধ্যে অ্যাকাডেমিক বিষয়ে মিটিং করেছি। দ্রুত সময়ের মধ্যে যেন শিক্ষার্থীরা ক্লাস শেষ করে পরীক্ষা হলে বসতে পারে, সে ব্যাপারে চেষ্টা চলছে। রেজাল্টও দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে।

/হাবিবুর/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়