ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতৃত্ব ছাড়ার ঘোষণা জবি সমন্বয়কের

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৪৭, ১৭ আগস্ট ২০২৪
নেতৃত্ব ছাড়ার ঘোষণা জবি সমন্বয়কের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) নেতৃত্ব দেওয়া সমন্বয়ক মো. নূর নবী দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে তার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টে এ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করতে গত ২৯ জুলাই ২৭ সদস্যের অফিসিয়াল সমন্বয়ক প্যানেল ঘোষণা করে কেন্দ্রীয় ইউনিট। সেখানে প্রথমে নাম ছিল নূর নবীর।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আমি মো. নূর নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সব আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এ ক্ষেত্রে আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূরণ হয়েছে বলে আমি মনে করি। আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহিদরা যে রক্ত দিয়েছেন তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শহিদদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যেকোনো বৈষম্যবিরোধী আন্দোলনে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবো, ইনশাআল্লাহ। 

তিনি আরও উল্লেখ করেন, আজ থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। ব্যক্তিস্বার্থহীন এই আন্দোলনে শুরু থেকেই মাঠে থেকেছি। ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হয়েছি, ময়দান থেকেই গুম হয়েছি এবং পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি, কারাগারে গিয়েছি। এসব কিছুর ঊর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি। সে ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া কেন্দ্র করে গত ১৯ জুলাই ক্যাম্পাস গেট থেকে গ্রেপ্তার হন এই শিক্ষার্থী। পরে ডিবি অফিসে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত ৬ আগস্ট মুক্তি পান। নির্যাতনের সময় ডিবির হারুন তাকে ক্রসফায়ার দেওয়ারও কথা বলেছিলেন। এছাড়া পানিতে মরিচের গুড়া মিশিয়ে তাকে খেতে দেওয়া, গোপনাঙ্গে আঘাতসহ নানা পাশবিক নির্যাতনের কথা উল্লেখ করে গত ৯ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়