ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিতে আটক ছাত্রলীগ কর্মী দিলেন নানা অপকর্মের স্বীকারোক্তি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৮ আগস্ট ২০২৪  
রাবিতে আটক ছাত্রলীগ কর্মী দিলেন নানা অপকর্মের স্বীকারোক্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ হবিবুর রহমান হলে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আটকের পর এই কর্মী ছাত্রলীগের করা নানা অপকর্মের স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হলে ঢুকলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে বেঁধে রাখেন।

আটককৃত ছাত্রলীগ কর্মী  আল আমিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহিদ হবিবুর হল শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলামের অনুসারী ছিলেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা তার কক্ষে তল্লাশি করে মদের বোতল পেয়ে আটক করে নিয়ে যান। তাকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

আটককৃত কর্মী বলেন, আমি মূলত সিট পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলাম। তাছাড়া শহিদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মমিন আমার এলাকার হওয়ায় তার রুমে ৭-৮ মাস থেকেছি। তবে আমি গত তিনমাস কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।

এসময় ওই শিক্ষার্থী হল সভাপতি মমিনের একাধিক অপকর্ম তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সিট বাণিজ্য, ছাদে বসে ছাত্রলীগ নেতাদের একসঙ্গে ফেনসিডিল ও গাঁজা সেবন অন্যতম।

সাধারণ শিক্ষার্থীরা এই কর্মী সম্পর্কে জানান, সে হল ছাত্রলীগের সক্রিয়কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। হলের বিভিন্ন তথ্য ছাত্রলীগের নেতাকর্মীর কাছে পাঠাতেন। সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে সার্জন আব্দুস সালাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী অভিযোগে একজনকে আটক করে রেখেছে। আমরা তার রুম তল্লাশি করে মদের খালি বোতল পেয়েছি। ওই কর্মী ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছে। আমরা তাকে মতিহার থানায় হস্তান্তর করব।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়