ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: কুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:১১, ৯ সেপ্টেম্বর ২০২৪
আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: কুয়েট উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেছেন, প্রতিষ্ঠানের জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাকে সময় দিতে হবে। কুয়েটে কেউ দুর্নীতি করলে পার পাবে না। চ্যালেঞ্জ কোনো বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে খুলনার কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, কুয়েটকে আমি ভানো একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কুয়েটে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি নিজের কাছে শতভাগ স্বচ্ছ। কে কী বলল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি দ্রুততার সঙ্গে কাজ করি। বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। কুয়েটকে আরও ভালো স্থানে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত এ উপাচার্য বলেন, আবাসিক হলে কোনো বহিরাগত থাকবে না। শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁঞা। সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক শেখ দিদারুল আলম, আলহাজ্ব মুন্সী আবু তৈয়ব, এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, মো. সোহরাব হোসেন, এএইচএম এ শামীমুজ্জামান, মুহাম্মদ নূরুজ্জামান, এহতেশামুল হক শাওন, এইচএম আলাউদ্দিন, আব্দুর রাজ্জাক রানা, মাকসুদ আলী, প্রবীর রায়, নুর ইসলাম রকি প্রমুখ।

/নুরুজ্জামান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়