ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা, অতিথি উপদেষ্টা আসিফ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:১৭, ১৭ নভেম্বর ২০২৪
জাবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা, অতিথি উপদেষ্টা আসিফ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে‘দেশ সংস্কারে অংশ নাও, বিপ্লবী বই বুঝে পাও’ স্লোগানে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, স্যোশাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের (৫৩তম ব্যাচ) মাঝে পাঁচ শতাধিক বিপ্লবী বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ মুহাম্মদ সিয়াম।

তিনি বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা হচ্ছে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীরা যেন নিজেদের এই সরকারের অংশ মনে করেন। মূলত সেই লক্ষ্য থেকেই আমাদের এ আয়োজন।। এর মাধ্যমে সরকারের সঙ্গে আমরা নবীন শিক্ষার্থীদের সংযোগ করে দিতে চায়। রাষ্ট্র সংস্কারে তাদের প্রস্তাবনাও জরুরি। গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তাবনাগুলো সংগ্রহ করা হবে এবং সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে সরকারের একজন উপদেষ্টাও সরাসরি উপস্থিত থাকবেন “

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা লাকি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফুল এলাহী এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন রুনু।

বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করবেন আন্দোলনের সময় কারাবরণকারী সঙ্গীত শিল্পী ‘কথা ক’ গানের শিল্পী সেজান ও ‘আওয়াজ উডা’ গানের শিল্পী র‍্যাপার হান্নান।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়