ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি শিক্ষার্থীদের জন্য শাটল বাস চালু

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৯, ২৮ নভেম্বর ২০২৪
ঢাবি শিক্ষার্থীদের জন্য শাটল বাস চালু

শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সেবা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এ প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে আগামী তিনমাস এ সার্ভিস চালু থাকবে। তিনটি রুটে তিনটি নন–এসি মিনিবাস চক্রাকারে ক্যাম্পাসে চলবে। বাসগুলো সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

শাটল বাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, “আমাদের নিরাপদ ক্যাম্পাসের জন্য এটা অনেক অবদান রাখবে। ক্যাম্পাসে রিকশার পরিমাণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমবে। আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “প্রশাসনের দিক থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা এ ধারা অব্যাহত রাখব। আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, “এটি একটি ছোট ইতিবাচক পদক্ষেপ। আমাদের এর চেয়ে বেশিকিছু করার সামর্থ্য ছিল না। শাটল বাস প্রকল্পে প্রতিদিন ৯ হাজার টাকা খরচ হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের প্রাথমিক দাবিগুলো অন্তত পূরণ করতে। আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে। সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে।”

শাটলের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাবি প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ খান, রেজিস্ট্রার মুনসি শামস উদ্দিন আহম্মদ, প্রাধ্যাক্ষ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়