ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের কমিটি গঠন

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১২ ডিসেম্বর ২০২৪  
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের কমিটি গঠন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাখার কমিটি গঠন করা হয়েছে। 

এতে কৃষি অনুষদের ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাসান সভাপতি এবং এগ্রি কালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মনোনীত অন্য শিক্ষকরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. নওশের ওয়ান, সহ-সভাপতি অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শরীফ মাহমুদ, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ভূঁঞা, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মামুনার রশীদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো.মহিদুল হাসান, প্রচার সম্পাদক অধ্যাপক মো. কুতুব উদ্দিন। 

মনোনীত সদস্যরা হলেন, কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা, অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, অধ্যাপক ড. মো. সহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

অনুভূতি ব্যক্ত করে মনোনীত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “ইউট্যাব শিক্ষকদের একটি সংগঠন। শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করার চেষ্টা করব। এছাড়া সব শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের জন্য গুণগত মানের শিক্ষা নিশ্চিতের চেষ্টা করব।”

সভাপতি অধ্যাপক ড. মো. আবু হাসান বলেন, “প্রতিটি গুরু দায়িত্ব মানুষের মাঝে আলাদা একটা দায়িত্ববোধ সৃষ্টি করে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভালো মন্দের বিষয়গুলো দেখার চেষ্টা করব। সেই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো।”

ঢাকা/সংগ্রাম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়