ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সফটওয়ারে পর্যবেক্ষণ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৪৪, ৯ জানুয়ারি ২০২৫
সফটওয়ারে পর্যবেক্ষণ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস) সফটওয়্যার চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ সফটওয়্যার উন্মোচন করেন।

এ সময় তিনি বলেন, “জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস) সফটওয়্যারটি প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি বিভাগের চেয়ারম্যানগণ ক্লাস রুটিন সফটওয়্যারে আপলোড করবেন, আর সেমিস্টার প্রতিনিধিরা (সিআর) প্রতিদিন ক্লাসের তথ্য সফটওয়্যারে প্রদান করবেন। এ তথ্যের মাধ্যমে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি মনিটরিং করার জন্য শীঘ্রই আরেকটি সফটওয়্যার চালু করার পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়নের মাধ্যমে কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিত করা যাবে।”

সফটওয়্যার উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ