ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে আইআইটি ডে উদযাপিত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৩ জানুয়ারি ২০২৫  
ঢাবিতে আইআইটি ডে উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে  ‘আইআইটি ডে’ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিশ্ববিদ্যালয়ের কাছে সমাজ ও দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এ প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময়ের সদ্ব্যবহার করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষক ও অভিভাবকদের দিকনির্দেশনা মেনে চলতে হবে।”

তিনি বলেন, “বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন, বক্তৃতা প্রদান, প্রস্তাবনা ও প্রকল্প প্রস্তত, প্রবন্ধ রচনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কলাকৌশল দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি।”

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের অষ্টম, নবম, দশম ও এগারোতম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়