ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ২০ জানুয়ারি ২০২৫  
শহীদ আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

১৯৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খান বিরোধী আন্দোলনে শহীদ আসাদের মহান আত্মত্যাগ মুক্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। যুগে যুগে স্বৈরাচারি জালিমের আবির্ভাবের বিপরীতে মজলুমের লড়াকু মানসিকতার আদর্শ শহীদ আসাদ।”

তিনি বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা হটানোর আন্দোলনেও আমাদের অনুপ্রেরণার নাম হয়ে ছিলেন। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা শহীদ আসাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়