ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে ইনকিলাব মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২০ জানুয়ারি ২০২৫  
কুবিতে ইনকিলাব মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সব ক্ষেত্রে ভারতের আগ্রাসন রোধ, সব ধরনের অপ-রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের কমিটির কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণে আমাদের সাংস্কৃতিক জায়গায় কাজ করছি। সে লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে এ মতবিনিময় সভা।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট পরবর্তী যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে যেন সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই মূলত আলোচনা করা। আমরা কেন্দ্রীয়ভাবে ১৩টা উইং করেছি, যেগুলো প্রত্যেকটি সেক্টরে জুলাইকে ধারণ করে কাজ করবে। এ বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ যাতে নিজস্ব শক্তি-সামর্থে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে কথা বলেছি।”

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক চাচ্ছেন ইনকিলাব মঞ্চ এখানে কাজ করুক। সেজন্যই ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজ এসে তাদের পরিচয় পর্ব সেরেছেন।”

তিনি বলেন, “তারা আমাদের প্রাথমিক ধারণা দিয়েছেন কীভাবে ইনকিলাব মঞ্চ কাজ করবে এবং ক্যাম্পাসের কাজকে গতিশীল করবে। আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন, তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত দিয়েছেন।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়