ঢাকা     বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১

ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২০ জানুয়ারি ২০২৫  
ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে পিঠা উৎসব হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলের মনোরম লেকপুরি মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।৪০০ বেশি অংশগ্রহণকারী এই উৎসবে উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি মুকলেসুর রহমান বলেন, “পিঠা উৎসব শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সাংস্কৃতিক শিকড়ের উদযাপন এবং ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের একটি পথ। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং সকল অংশগ্রহণকারীকে, যারা এই উৎসবকে সফল করতে সহযোগিতা করেছেন।”

আরো পড়ুন:

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়