ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থান ১০ বছর পর প্রতিষ্ঠিত থাকবে না: পিআইবি মহাপরিচালক

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:২১, ২৬ জানুয়ারি ২০২৫
গণঅভ্যুত্থান ১০ বছর পর প্রতিষ্ঠিত থাকবে না: পিআইবি মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, “৭২ থেকে ৭৫ এর ইতিহাস ও পত্রিকার খবর মুছে ফেলা হয়েছে। মিডিয়া ছাড়া ফ্যাসিবাদ এতদিন টিকে থাকতে পারত না। যখন মিডিয়া ব্যর্থ হয়, তখন রাষ্ট্র টিকে থাকে না। নতুন প্রজন্ম তাদের কথাগুলো বলতে পারছে না। কারণ তাদের কোন মিডিয়া নেই। এ গণঅভ্যুত্থান হয়তো ১০ বছর পর প্রতিষ্ঠিত থাকবে না। কারণ ষড়যন্ত্রকারীরা একে নস্যাৎ করে দিতে পারে।”

রবিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে পিআইবি আয়োজিত ‘সংবাদ না বয়ান: গণমাধ্যমের ঝোঁক ও ঝুঁকি’ শীর্ষক সেমিনারে মূল আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “একসময় গণমাধ্যম শুধু খবর প্রচার করতো। কিন্তু ফ্যাসিবাদী সময়ে গণমাধ্যম বিভিন্ন বয়ান প্রচারে ব্যস্ত হয়ে পড়েছিল। উন্নয়নের জোয়ার ও  মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভিন্ন বয়ান প্রচার করা হত। বয়ানের মাধ্যমে গণমাধ্যম প্রমাণ করতো কে মুক্তিযুদ্ধের পক্ষের, কে বিপক্ষের লোক। এতে জড়িয়ে পড়েছিল সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীরাও।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে ইসলাম ও মুসলমানের নাম থাকা মানেই তারা সন্দেহভাজন জনগোষ্ঠী। যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের সময় কিংবা তারও আগে বুদ্ধিজীবীরা লিখেছিল, প্রয়োজনে কয়েক লক্ষ মানুষ মারতে হবে। তবুও বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে রাখতে হবে।”

চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এছাড়া আলোচক হিসেবে ছিলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম এ‌বং কবি, বুদ্ধিজীবী ও ক্রিটিক রিফাত হাসান।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়